
নিজস্ব প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আরিফ হোসেন সুমনকে সভাপতি ও আহসান উল্লাহ রয়েলকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
গত ২৬ জুন সোমবার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সাথে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩১ জুলাই ২০২৩ইং তারিখে মধ্যে উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মহসিন রেজা ও শাহ আলম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসীন ও সৈকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম।
নবগঠিত কমিটির সভাপতি আরিফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ রয়েলকে কমিটির সাধারণ সম্পাদক করায় কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুকে ধন্যবাদ জানিয়ে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের প্রাধান্য দিয়েই সবাইকে সঙ্গে নিয়ে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: