ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সেমিতেই শেষ বাংলাদেশের সাফ অভিযান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ১৪:৩০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ১৪:৩০

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। স্বপ্ন ছিল ফাইনালে খেলার। গ্রুপ পর্বে বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে, তাতে সমর্থকদের স্বপ্নটাও বড় হচ্ছিল। তবে কুয়েতের বিপক্ষে জমজমাট লড়াইয়ের ম্যাচ ১-০ গোলে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে জামাল ভূঁইয়াদের।

ম্যাচের দুই অর্ধে দুটি সহজ সুযোগ মিস করার পর ৯০ মিনিটের খেলা শেষ হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের প্রথমভাগও প্রায় শেষ হয়ে গিয়েছিল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচের বাঁক বদলে দেন আব্দুল্লাহ আল বোলৌশি। তারকা ডিফেন্ডার তপু বর্মনকে বোকা বানিয়ে দূরপাল্লার শটে স্কোরলাইন ১-০ করে ফেলেন এই ফুল ব্যাক। ফলে সেমিফাইনাল থেকে ছিটকে যায় বাংলাদেশ। 



আপনার মূল্যবান মতামত দিন: