
মার্কিন ভিসানীতি ঘোষণার পর প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মকাণ্ডের ওপর সজাগ দৃষ্টি রেখেছে বিএনপি। ‘সুষ্ঠু নির্বাচনের পথে’ কিংবা ‘গণতান্ত্রিক আন্দোলন নস্যাতে’ প্রশাসনের কর্তাব্যক্তিরা কোনো ধরনের প্রতিবন্ধকতামূলক তৎপরতায় লিপ্ত আছে কি না, তা দলটি এখন প্রতিদিনই পর্যবেক্ষণ করছে।
মাঠপর্যায়ে পুলিশের ভূমিকাকে এক্ষেত্রে সবচাইতে বেশি নজড়দাড়িতে রাখা হয়েছে। প্রতিটি হামলা-মামলার সাথে যুক্ত কর্মকর্তাদের সচিত্র প্রতিবেদন তৈরি করা হচ্ছে। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছেন, মার্কিন ভিসানীতির পর প্রশাসন কিংবা সরকারের আচরণে লক্ষণীয় কোনো পরিবর্তন এখনো দেখা যায়নি।
তাই মার্কিন ভিসানীতি ঘোষণার পরে বিচারালয়, পুলিশ, সিভিল প্রশাসনের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন এসেছে কিনা অর্থাৎ নেতাদের মামলার ক্ষেত্রে রায় কেমন হচ্ছে, জামিন দেয়ার ক্ষেত্রে আদালতের অবস্থান কী, পুলিশ ও মাঠ প্রশাসনের ভূমিকা কেমন সেগুলো খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
আপনার মূল্যবান মতামত দিন: