
বিপিএলে দল পরিবর্তন করলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের সাথে সম্পর্কচ্ছেদ করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।
সাকিবের বরিশাল ছাড়ার গুঞ্জন আগেই ছিল, সোমবার মধ্যরাতে তা পূর্ণতা পেল। বিপিএলের আগামী দুই আসরের জন্য রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
এর আগে ২০১৫ সালে রংপুরের হয়ে বিপিএল খেলেছিলেন সাকিব আল হাসান। সেবার নক আউট পর্ব থেকে বিদায় নেয় সাকিবের নেতৃত্বাধীন রংপুর। সেই আসরে ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফর্ম করতে না পারলেও বল হাতে ১৮ উইকেট নেন সাকিব আল হাসান।
আপনার মূল্যবান মতামত দিন: