ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কুয়েতকে হারিয়ে নবমবারের মত সাফ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ১৫:০৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ১৫:০৫

গত ১৩ আসরের আটবারই সাফের শিরোপা ঘরে তুলেছিল ভারত। তাই এবার সাফের আসর আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য অতিথি হিসেবে লেবানন ও কুয়েতকে যুক্ত করা হয়। কিন্তু ভারতকে আটকাতে পারেনি তারা। নবম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ব্লু টাইগাররা।

গতকাল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলে হারায় ভারত।

ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত ত্রিশ মিনিট ছিল ১-১ সমতায়। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু কোনো দলই পায়নি গোলের দেখা।

ফাইনাল বলেই কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। তিল পরিমাণ ঠাঁই ছিল না। এ নিয়ে রেকর্ড নবমবার সাফের শিরোপা জিতল ভারত। দুইবার জিতেছে মালদ্বীপ এবং একবার করে জিতেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।



আপনার মূল্যবান মতামত দিন: