ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ১৫:৩৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২৩ ১৫:৩৭

চলতি বছরই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে খেলা হচ্ছে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে মূল পর্বের খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবীয়রা। একই পরিণতি হলো জিম্বাবুয়েরও।

বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গেছে জিম্বাবুয়ে। ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে সিকান্দার রাজাদের।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জিম্বাবুয়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল। কিন্তু টানা তিন জয়ের পর তারা টানা দুই হারে বাছাইপর্ব থেকেই ছিটকে পরেছে দলটি।

টানা তিন জয়ের পর তারা নিজেদের চতুর্থ ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আজ বাঁচা-মরার লড়াইয়ে সিকান্দার রাজারা স্কটল্যান্ডের বিপক্ষেও হেরেছে। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুর্দান্ত খেলা জিম্বাবুয়ে। 



আপনার মূল্যবান মতামত দিন: