ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বৃষ্টি আইনে ১৭ রানে জিতল আফগানিস্তান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ১৫:২২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ১৫:২২

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ১৬৪ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। বৃষ্টি আইনে ৪৩ ওভারে এই লক্ষ্য তাড়া করতে হতো আফগানদের। ২১ দশমিক ৪ ওভারে আফগানিস্তান ২ উইকেটে ৮৩ রান তুলতেই ম্যাচে তৃতীয়বারের মতো হানা দেয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। 

ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে জয় লাভ করে আফগানরা। 

আজকের জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। ম্যাচসেরা হয়েছেন ফজলহক ফারুকী। সিরিজের বাকি দুই ওয়ানডে ৮ ও ১১ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: