ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আগামী বছর ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ১৫:৩১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ জুলাই ২০২৩ ১৫:৩১

শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন কার্লো আনচেলত্তি। ২০২৪ কোপা আমেরিকায় তাকে সেলেসাওদের ডাগ আউটে দেখা যাবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। ফেডারেশন এর আগে জানিয়েছে, ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো ডিনিজ ওই সময় পর্যন্ত দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।

বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করেছেন। এ ছাড়া চেলসির হয়ে ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানি, পিএসজির হয়ে ফরাসি লিগের শিরোপা জয় করেছেন, সঙ্গে রিয়াল মাদ্রিদ ও মিলানও রয়েছে।

গত বছর কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন তিতে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিদায়ের পর তিতে পদত্যাগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: