ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি তালুকদার

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ১৩:৫৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ১৩:৫৩

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষেই বদল এলো বাংলাদেশ দলে। গতকাল বৃহস্পতিবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে দলে একটি জায়গায় ফাঁকা হয়ে গেছে। সেই শূন্যস্থান পূরণ করা হলো রনি তালুকদারকে দিয়ে।

ইতোমধ্যেই টি-টোয়েন্টিতে ওপেন করছেন রনি তালুকদার। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনি দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। সেই রনি তালুকদারকে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।



আপনার মূল্যবান মতামত দিন: