ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তামিমের পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দিবেন লিটন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ১৭:৫৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ১৭:৫৪

আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে তামিম ইকবালের পরিবর্তে দলে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে। 

বৃহস্পতিবার রাতে গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এ সিদ্ধান্তের কথা জানান।তামিম যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাতেও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

নিয়মিত অধিনায়কের নাম ঘোষণার আগে তামিমের অবসর নিয়ে পুনর্বিবেচনার জন্য অপেক্ষা করবে বিসিবি।

তামিমের আকস্মিক অবসরের পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রনি তালুকদারকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করে।

সিরিজের প্রথম ওয়ানডেটি ৫ জুলাই হলেও বাকি দুটি ম্যাচ ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।



আপনার মূল্যবান মতামত দিন: