_copy_640x360-2023-07-07-21-22-57.jpg)
পবিত্র ওমরাহ পালনে ইলেক্ট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সহজে ও স্বাচ্ছন্দ্যে যেন আরও বেশি মুসল্লি সৌদিতে যেতে পারেন এবং ওমরাহ পালন করতে পারেন তারই অংশ হিসাবে ওমরাহর ই-ভিসা চালু করা হয়। এছাড়া ভিশন ২০৩০ অর্জনে ওমরাহর সেবার মান বাড়ানোর যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেটিরও অংশ এই ই-ভিসা।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ই-ভিসা পেতে আগ্রহী তারা নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন। যেন তারা ১৯ জুলাই থেকেই সৌদিতে যেতে পারেন। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের পর্যটকদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়া এর মাধ্যমে পছন্দ অনুযায়ী বাসা বেছে নেওয়া, বাসস্থান এবং যোগাযোগ সেবাও দেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: