_copy_640x360-2023-07-07-22-16-23.jpg)
দুদিনের ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবির। সবকিছু হারিয়ে হাহাকার বাসিন্দাদের। তবে কঠিন এ পরিস্থিতিতেও ভেঙে পরেননি সেখানকার উদ্বাস্তুরা। ইসরাইলকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে জানান দিয়েছেন, ‘তারা আমাদের মনোবল ভাঙতে পারবে না এবং আমাদের ভয় দেখাতেও অক্ষম।’
আকস্মিক হামলায় জেনিন পশ্চিম তীরে বাড়িঘর, রাস্তাঘাট, গাড়িসহ স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৬৫ বছর বয়সী জেনিন বাসিন্দা ওয়ালেদ মনসুর বলেন, ‘তারা (ইসরাইলরা) আমাদের বাড়ি এসেছিল। আমাদের দরজা উড়িয়ে দিয়েছে। তাদের কুকুরকেও আমার দিকে লেলিয়ে দিয়েছে। সেটি আমার বুকে উঠে আমাকে আক্রমণ করেছে।’
আপনার মূল্যবান মতামত দিন: