ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিরিজে সমতায় ফিরতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৩ ১৭:১৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৮ জুলাই ২০২৩ ১৭:১৪

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় দ্বিতীয়টি বাংলাদেশের সামনে ‘মরা বাঁচার লড়াই’ ম্যাচে পরিণত হয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হেরে গেলে টাইগারদের সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে যাবে। যেটা দলের জন্য বড় ধাক্কা হয়ে আসবে। 

২০১৫ সাল থেকে ঘরের মাঠে মাত্র দুটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। দুটিই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। 

মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচ বাংলাদেশকে হারতে হয়েছে। তাই দ্বিতীয় ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। 

 



আপনার মূল্যবান মতামত দিন: