
বাঁচা-মরার লড়াইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাগরিকায় সফরকারী আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক লিটন কুমার দাস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়। আজকেও আছে বৃষ্টির পূর্বাভাস। তাই বৃষ্টি আইন মাথায় রেখে খেলতে হবে দুই দলকেই।
একাদশে পরিবর্তন আছে আরো একটি। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে, ফিরেছেন এবাদত হোসেন। সবাইকে খেলায় রাখতে প্রতি ম্যাচেই পেস কম্বিনেশন পরিবর্তনের ঘোষণা আগেই ছিল।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: