ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মিরপুরে আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৩ ১৭:২০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২৩ ১৭:২০

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ভারতীয় নারী দল এখন বাংলাদেশে। আজ মিরপুরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে সিরিজটি। এটা আইসিসির উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় হারমানপ্রীত কৌরের নেতৃত্বে শক্তিশালী দল নিয়েই এসেছে সফরকারীরা।

ঐতিহ্য, শক্তি, সামর্থ্যে নিগার সুলতানাদের চেয়ে অনেক এগিয়ে ভারতীয় নারী দল।

তবে খেলাটা বাংলাদেশের মাঠে হওয়ায় সতর্ক ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। ওরা সব সময় নিজেদের মাটিতে ভালো ক্রিকেট খেলে, যা আমাদের জন্য চ্যালেঞ্জের। এখানে এসে দুই-তিন দিন প্রস্তুতির সময় পেয়েছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যাশা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: