ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
সিরাজগঞ্জে

পিবিআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ছয়

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ জুলাই ২০২৩ ২৩:৩৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ জুলাই ২০২৩ ২৩:৩৩

নিজস্ব প্রতিনিধি: 

সিরাজগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য  পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম। গ্রেপ্তাররা হলেন, সাহেদ নগর বেপারীপাড়ার মো. আব্দুল্লাহ আল মামুন (২৯), টুকরা ছোনগাছার ইব্রাহীম মোন্নাফ (২৫), ছোনগাছা দক্ষিণের ইকবাল চৌধুরী বাবু, চিলগাছার সাগর আলী শহিদুল (৪০), একই এলাকার বাবু মিয়া (৩২) ও দত্তবাড়ী এলাকার রুহুল আমিন (৩৭)। সবাই সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, চলতি বছরের দুই জানুয়ারি মধ্যরাতে সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামে কৃষক আমজাদ শেখের বাড়িতে মুখে মাফলার পেঁচিয়ে ছয় জন প্রবেশ করেন। এসময় তারা নিজেদের পিবিআই পুলিশের পরিচয় দিয়ে ওই গৃহস্থকে মাদক ব্যবসায়ী দাবি করে ভয় দেখান। একই সঙ্গে নগদ ২০ হাজার টাকা নিয়ে যান। এরপর তারা আবারও একইভাবে আমজাদের কাছ থেকে আরও ১০ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণ নিয়ে যান। এসময় আমজাদের পরিবার বাঁধা দিলে আরও দুই জন আসেন। তারা নিজেদের পিবিআইয়ের এসআই হিসেবে পরিচয় দেন। এসময় তাদের কাছে  পিবিআই পুলিশের ঠিকানা ও সরকারি মনোগ্রাম যুক্ত খাম ছিল। 

এঘটনায় কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার জানান, গত পাঁচ জুলাই পিবিআই ছয় জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দায় স্বীকার এবং পরে আদালতে স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিয়েছেন। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলমান আছে বলেও জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার।

 



আপনার মূল্যবান মতামত দিন: