ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ ২২:১২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ ২২:১২

বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকান অঞ্চলের ড্রয়ের ঠিক আগে বড় স্বস্তি ফিরল জিম্বাবুয়ের ফুটবলে। শর্তসাপেক্ষে গত দেড় বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এর ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে জিম্বাবুয়ে অংশ নিতে পারবে।

নিষেধাজ্ঞা থাকায় ২০২৩ আফ্রিকান কাপ অব নেশন্সের প্রাথমিক পর্যায়ে অংশ নিতে পারেনি জিম্বাবুয়ে।

এবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি ‘নিয়মমাফিককরণ কমিটি’ নিয়োগ দেওয়া হয়েছে। এই কমিটির কাজ হবে ফিফার বিধি অনুযায়ী জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচনী বিধি পর্যালোচনা করা, যাতে অ্যাসোসিয়েশনের কংগ্রেসে তা গ্রহণযোগ্য হয়।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কংগ্রেসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে অংশ নেবে জিম্বাবুয়ে। 

 


আপনার মূল্যবান মতামত দিন: