
প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ দল। চট্টগ্রামরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগাররা। দলের এমন দাপুটে জয়ে খুশি ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজের আগে জয়টা দলের খুবই কাজে লাগবে। তারা (বাংলাদেশের খেলোয়াড়রা) দারুণ খেলেছে।
লিটন বলেন, ‘শরিফুল ও তাসকিন নতুন বল দারুণভাবে ব্যবহার করেছে। মাঝের ওভারগুলোতে স্পিনাররাও দারুণ বোলিং করেছে। সব কৃতিত্ব বোলারদের। অবশ্যই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছি আমরা।
আপনার মূল্যবান মতামত দিন: