ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তামিমের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত চিকিৎসার পর

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ২২:১২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ২২:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে না হয় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। কিন্তু ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিরছেন তো? আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের ইংল্যান্ড থেকে চিকিৎসা করিয়ে আসা পর্যন্ত অপেক্ষার কথাই বললেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে দেড় মাসের ছুটি পাওয়া তামিমের ১৮ জুলাই পরিবার-পরিজন নিয়ে দুবাই ঘুরতে যাওয়ার কথা আছে। সেখান থেকেই চিকিৎসার জন্য লন্ডনে উড়াল দেবেন বলে জানালেন। 

তামিমের অধিনায়কত্ব ইস্যুতেও তিনি অপেক্ষায় রাখলেন, বললেন “আগে আসুক, আমরা ওর সঙ্গে আলোচনা করছি। ওর ফিটনেসের ব্যাপার আছে। সে-ও বলেছে, ‘আমি আসি (আগে)। তারপর এগুলো নিয়ে আলাপ করব’।


আপনার মূল্যবান মতামত দিন: