ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অভিষেকেই সেঞ্চুরি করলেন জয়সওয়াল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ২০:৩৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ২০:৩৭

জয়সওয়ালকে ভারতীয় টেস্ট দলে নেওয়ায় ব্যাপক বিতর্ক হয়েছিল। আইপিএলে পারফর্ম করে টেস্ট দলে আসাটা সঠিক কোনো প্রক্রিয়াও নয়। কিন্তু অভিষেক টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে সকল বিতর্কে জল ঢেলে দিলেন যশস্বী জয়সওয়াল।

২১ বছর বয়সী এই তরুণ চোধ ধাঁধানো ব্যাটিংয়ে যেমন সেঞ্চুরি করেছেন, তেমনই নাম লিখিয়েছেন রেকর্ডে। ভারতের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন আর সৌরভ গাঙ্গুলীকেও ছাড়িয়ে গেছেন।

১৯৮৪ সালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রান করতে গিয়ে ৩২২ বল খেলেছিলেন আজহারউদ্দিন। ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল এটি। ৩৯ বছর পর আজহারের রেকর্ড ভেঙে দিলেন জয়সওয়াল।



আপনার মূল্যবান মতামত দিন: