ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ২১:০৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ২১:০৭

প্রথম টি-টোয়েন্ট ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচের আগের দিন গত বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব। 

তবে ইনিংসের শুরুতে লিটন দাসের সাথে দেখা যেতে পারে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচে যথারীতি সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়কে দেখা যেতে পারে। ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ হোসেন-শামীম হোসেনকে। আটে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং এগারোতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন: