ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ওয়ানডেতে প্রথমবারের মত ভারতকে হারাল বাংলাদেশ নারী দল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০০:০১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩ ০০:০১

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই ভারতের বিপক্ষে দারুণ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল স্বাগতিক দলের মেয়েরা।

আজ রবিবার মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন স্মৃতি-হারমানপ্রীতরা।

মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে ১৫২ রানের ছোটখাটো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রানেই গুটিয়ে যায় ভারত। 

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।



আপনার মূল্যবান মতামত দিন: