
ভারতীয় নারী দলের বিপক্ষে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। আর এই ম্যাচে হয়েছে বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা। যার সবটা জুড়েই আছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। সিরিজ শেষে ভারতীয় দলের আচরণ, আম্পায়ারদের প্রতি ক্ষিপ্র আচরণ নিয়ে চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচ চলাকালীন আউট নিয়ে নাখোশ হয়ে স্ট্যাম্প ভাঙেন ভারত অধিনায়ক হারমানপ্রীত। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে আম্পায়ারদের নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখান তিনি। এছাড়া, ফটোসেশনের সময় অযাচিত মন্তব্য করায় দল নিয়ে চলে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সব মিলিয়ে বিসিবি ক্ষিপ্ত ভারতীয় ক্রিকেটারদের আচরণে।
ম্যাচ শেষে হারমানপ্রীত কৌরদের শিষ্টাচারিতা নিয়ে প্রশ্ন তুলে আইসিসি পর্যন্ত যাওয়ার কথা বলেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে শনিবার ম্যাচ শেষে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন নাদেল। তিনি জানান, বিসিবি আগে ম্যাচ রেফারির রিপোর্ট দেখবে। পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা না এলে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি পর্যন্ত যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: