
মেক্সিকোতে একটি বারে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে এ ঘটনা ঘটে।
রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোনোরা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে এখনো শনাক্ত বা গ্রেফতার করা যায়নি। কর্তৃপক্ষ ওই হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করছে বলে জানান তিনি।
সূত্র : দ্যা নিউইয়র্ক টাইমস
আপনার মূল্যবান মতামত দিন: