
অ্যাশেজে সমতা ফেরাতে মাঠের ক্রিকেটে যা করার প্রয়োজন ছিল, তার কিছু করতেই কমতি রাখেনি ইংল্যান্ড। প্রথমে ব্যাট হাতে বড় সংগ্রহের পর বল হাতেও প্রভাব ধরে রাখে তারা। তবে বাধা হয়ে দাঁড়ালো প্রকৃতি। টানা দুই দিনের বৃষ্টিতে ভেসে গেলো অ্যাশেজ জয়ের স্বপ্ন।
অথচ জয়ের পথেই ছিল ইংল্যান্ড। প্রথন ইনিংসে ৫৯২ রান তুলে ভালো ভিত গেঁথে নিয়েছিল তারা। এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানেই থামায় ইংল্যান্ড পেয়েছিল ২৭৫ রানের লিড। সেই লিড ভাঙতে ২১৪ রানেই ৫ উইকেট হারায় অজিরা। ফলে জয়ের স্বপ্নে বিভোর হয়ে উঠে স্বাগতিকরা।
তবে শেষ পর্যন্তু এই স্বপ্ন ভেসে গেলো বৃষ্টির পানিতে। হাসি ফুটালো অস্ট্রেলিয়ার মুখেই। ধুঁকতে ধুঁকতেও বেঁচে গেল প্যাট কামিন্সের দল। প্রথম দুই টেস্টে জয় আর ওল্ড টাফোর্ডের ড্র নিয়ে সিরিজেও এগিয়ে গেল সফরকারীরা। সিরিজের চার ম্যাচ শেষে এগিয়ে রইলো ২-১ ব্যবধানে।
আপনার মূল্যবান মতামত দিন: