
ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আড়াই মাসেরও কম সময় বাকি। ইতোমধ্যে আইসিসির এ মেগা আসরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। যেখানে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে ভারত-পাকিস্তানের ১৫ অক্টোবরের লড়াইকে।
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অনিবার্য কারণে সেই সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন করা হতে পারে। কারণ ১৫ অক্টোবর ‘নবরাত্রি— এর প্রথম দিন, বিশেষ করে গুজরাটে রাতব্যাপী গরবা নৃত্যের সঙ্গে এই উৎসব পালন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে বিসিসিআইকে ওই ম্যাচের সূচি বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: