ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভারমুক্ত হলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩ ০৭:১৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩ ০৭:১৮

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারমুক্ত করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গেলে তাঁর নির্দেশে এ ভারমুক্ত করা হয়ে। সংগঠনটির সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যায় সংগঠনটির নেতারা।

সূত্রে জানা গেছে, নেতাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উল্লেখ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সমস্যা নাই আজকে ভারমুক্ত করে দেব। পরে শেখ হাসিনার তাঁর বক্তব্যের সময় এ ঘোষণা দেন। 

২০২২ সালের ২৯ জুন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা যান। এরপর সংগঠনটির সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: