ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩ ২১:২৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩ ২১:২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দুই আয়োজক দেশ। কবে থেকে এই বিশ্বকাপ শুরু হবে, তা জেনেছে ক্রিকইনফো। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুন। ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ৩০ জুন শেষ হবে বিশ্বকাপ। 

ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির একটি প্রতিনিধিদল এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে কিছু ভেন্যু পরিদর্শন করেছে। ফ্লোরিডার লডারহিলে আন্তর্জাতিক ম্যাচ আগেই অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মরিসভিল, ডালাস, নিউইয়র্কে।

আঞ্চলিক বাছাইপর্ব খেলে এই সপ্তাহে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া থেকে আরও দুটি দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আঞ্চলিক এই বাছাইপর্বের আগেই ১২টি দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: