
প্রথমবারের মতো আয়োজিত জিম আফ্রো টি-টেনের লিগের শিরোপা জিতেছে ডারবান কালান্দার্স। শনিবার রাতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ফাইনালে মুশফিকুর রহীমদের জোবার্গ বাফেলোসকে ৮ উইকেটে হারিয়েছে ডারবান। জোবার্গের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ৪ বল হাতে রেখে পৌঁছে যায় তারা।
ফাইনাল ম্যাচে অবশ্য মুশফিককে একাদশে রাখেনি জোবার্গ।
টসে হেরে আগে ব্যাটিং করে জোবার্গ নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে।১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডারবানের দুই ওপেনার টিম সাইফার্ট ও হযরতউল্লাহ জাজাই উড়ন্ত শুরু এনে দেন। এরপর আসিফ আলীকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জাজাই।
জাজাই হয়েছেন ম্যাচসেরা, আর টুর্নামেন্টসেরা হয়েছেন টিম সাইফার্ট।
আপনার মূল্যবান মতামত দিন: