ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাজা আমার জন্য হালাল খাবারের ব্যবস্থা করেছে : তাসকিন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ১৮:২২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ১৮:২২

তাসকিন আহমেদ এবং সিকান্দার রাজা। দুজনের বয়সের পার্থক্য অনেক। তার পরও দুজনের মাঝে আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি জিম-আফ্রো টি১০ লিগে খেলতে গিয়ে রাজার সঙ্গে তাসকিনের বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় তাদের সময় কাটানোর ছবি-ভিডিও দেখা গেছে। একে অন্যকে নিয়ে পোস্টও করেছেন। এবার রাজা সম্পর্কে বললেন তাসকিন নিজেই। প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তাসকিন আজ রবিবার দেশে ফিরেছেন।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজাকে নিয়ে তিনি বললেন, ‘উনি আসলে সব সময় অনেক সমর্থন দিয়েছেন। আমার হালাল খাবারের জন্য অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আমি তো ওর থেকে বয়সে অনেক ছোট। বন্ধু আবার ছোট ভাই...এই আর কি।



আপনার মূল্যবান মতামত দিন: