
সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার চলমান কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেন। সারে জাগুয়ার্স দলের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন তিনি।
কানাডা লিগে খেলার জন্য রবিবার বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন আফিফ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন আফিফ হোসেন। গতকাল তাকে অনুমতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশ পুরোটাই খেলে আসবেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: