
সামনে বড় লক্ষ্য। জিততে হলে গড়তে হবে রেকর্ড। সেই অভিযানে শুরুটা বেশ ভালো হলো অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজার উদ্বোধনী জুটি পেরিয়ে গেল শতরান। যদিও তাদের দারুণ পথচলায় পানি ঢেলে দিল বৃষ্টি।
ওভালে অ্যাশেজের শেষ টেস্টের চতুর্থ দিনের অর্ধেকই বৃষ্টিতে ভেসে গেল। খেলা হতে পারল কেবল ৪০ ওভার। পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন এখনও ২৪৯ রান, হাতে উইকেট সবগুলি।
৩৮৪ রানের লক্ষ্য তাড়ায় রবিবার (৩০ জুলাই) দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ১৩৫ রান। শেষ দিন সোমবার (৩১ জুলাই) জয়ের জন্য অজিদের প্রয়োজন ২৪৯ রান এবং ইংলিশদের প্রয়োজন ১০ উইকেট।
আপনার মূল্যবান মতামত দিন: