ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ : শাওন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ২০:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ২০:০০

রবিবার ছিল চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন। এদিন অনেকের শুভেচ্ছাই পেয়েছেন আলোচিত-সমালোচিত এই শিল্পী। তবে অভিনেত্রী, গায়িকা ও পরিচালক মেহের আফরোজের শুভেচ্ছা ছিল জায়েদ খানের জন্য অনন্য পাওয়া।

শাওন জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ।‘তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার। তিনি আরও বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধুমাত্র সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।

’জায়েদ খানের সঙ্গে শাওন একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতন ভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।

অন্যদিকে জায়েদ খান বলেন আমি অভিভূত হয়েছি মানুষের প্রতি আমার ভালোবাসা দেখে। শাওন আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এতে আমি আপ্লুত। তিনি আমাকে স্নেহ করেন, আমিও তাঁকে সম্মান করি। আমি সবার কাছে কৃতজ্ঞ।



আপনার মূল্যবান মতামত দিন: