ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সমাবেশের নতুন তারিখ দিল জামায়াত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ১৯:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ১৯:১৮

রাজধানী ঢাকায় সমাবেশের অনুমতি না পেয়ে আগামী শুক্রবার (৪ আগস্ট) আবারও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। 

নূরুল ইসলাম বলেন, আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। তাই সংঘাত এড়াতে আজকের কর্মসূচি স্থগিত করে আগামী শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আমরা আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে। 

সংবিধান ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড থেকে পুলিশকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, কোনো দল বিশেষ নয়, দেশ ও জনগণের পক্ষে কাজ করুন।



আপনার মূল্যবান মতামত দিন: