
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাড়ে চার বছর আগে রংপুরে এলেও জিলা স্কুলের মাঠে ভাষণ দিয়েছিলেন প্রায় এক যুগ আগে। আজ বুধবার সেই মাঠে আবার এক মহাসমাবেশে ভাষণ দেবেন তিনি।
আগামী সাধারণ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গে এটিকে তাঁর নির্বাচনী প্রচারণার শুরু হিসেবেই দেখছেন আয়োজকরা।
দুপুর ২টায় বিভাগীয় এই মহাসমাবেশ শুরু হবে।প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সমাবেশে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছবেন তিনি। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টায় তাঁর ঢাকার উদ্দেশে রংপুর মহানগর ছাড়ার কথা রয়েছে।
মহাসমাবেশে প্রধানমন্ত্রী রংপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: