ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বড় জয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ১৯:৫৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ১৯:৫৬

তারোবায় মঙ্গলবার রাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫১ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাব দিতে নেমে ৩৫ ওভার ৩ বল খেলে ১৫১ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করেছে ভারত।

টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৫১ রান।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরকার্ডে ৫০ রান যোগ করার আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ৩৫.৩ বলে ১৫১ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হারতে হয়েছে দলকে। দশ নম্বরে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন গুদাকেশ।

ভারতের পক্ষে শার্দুল ঠাকুর চারটি, মুকেশ কুমার তিনটি ও কুলদ্বীপ যাদব নেন দুটি উইকেট।   


আপনার মূল্যবান মতামত দিন: