ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে দুই সাংবাদিকের সহায়তায় হারানো সন্তানকে ফিরে পেল পরিবার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩ ০৩:১১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩ ০৩:১১

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখানের দুই সাংবাদিকের সহায়তায় হারানো সন্তানকে ফিরে পেল পরিবার। আজ বুধবার (২ আগষ্ট) সকাল ১০টার দিকে সিরাজদিখান থানার ওসির কক্ষে ওসি মো: মুজাহিদুল ইসলামের উপস্থিতিতে বাবা হাফিজুর রহমান পুরামানিকের কাছে বুজিয়ে দেওয়া হয়। সে রাজশাহী জেলার বাগমারা উপজেলা কর্ণপড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর গেদ্দার বাজার এলাকায় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। গত রবিবার নারায়ণগঞ্জ থেকে হারিয়ে যায়।

জানাযায় মঙ্গলবার ১ আগষ্ট রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর আলী মার্কট মেহেদীর চায়ের দোকানে স্থানীয় লোকজনের সঙ্গে বসে ছিলেন মো: কামাল হোসেন (৯)।

এমন সময় কর্মরত সাংবাদিক মো: মোস্তফা তার খোজ খবর নিয়ে রাজশাহী জেলার বাগমারা থানার ওসির সাথে এবিষয়ে কথা বলেন। বাগমারা থানার ওসি এ বিষয়ে তথ্য ও নিখোঁজ নিয়ে সাংবাদিক মো: মোস্তফাকে জানালে সাংবাদিক আরিফ হোসেন হারিছ কে সাথে নিয়ে সিরাজদিখান থানার ওসির সাথে এ বিষয়ে কথা বলে হারিয়ে যাওয়া মো: কামাল (৯)কে তার বাবার কাছে তুলে দেন। 

সাংবাদিক মো: মোস্তফা জানান, আমি এই ছেলে টিকে পেয়ে আমার বাসায় নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে যোগাযোগ করে রাজশাহী জেলা বাগমারা থানার ওসির সহায়তায় ছেলেটি স্বজনদের সন্ধান পেয়ে সিরাজদিখান থানায় আসতে বলি। স্বজনরা সিরাজদিখান থানায় আসলে ওসির উপস্থিতিতে বাবা হাফিজুর রহমান পুরামানিকের কাছে ছেলেটিকে বুজিয়ে দেই।

হারিয়ে যাওয়া মো: কামালের বাবা জানান,এ দুই সাংবাদিক ও ওসি  স্যারের  মাধ্যমে আমার হারানো ছেলেকে ফিরে পেয়েছি তাদের জন্য আমি দোয়া করি।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: মুজাহিদুল ইসলাম জানান, মোস্তফা ও আরিফ হোসেন হারিছ নামের দুই সাংবাদিকের সহায়তায় ছেলেটি উদ্ধার করে ছেলের বাবার কাছে বুজিয়ে দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: