
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচিতে আনা হচ্ছে পরিবর্তন। আইসিসির সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচটি। তবে নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি এক দিন এগিয়ে আনা হচ্ছে। এই সম্মতিও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
মূলত ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মালাম্বীদের ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’ শুরু হবে। এ কারণে হিন্দুপ্রধান দেশ ভারতে ওই দিন নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছিল ভারতের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ কারণেই ম্যাচের সূচি পরিবর্তনের দাবি তোলা হয়।
ফলে এক দিন এগিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই।
আপনার মূল্যবান মতামত দিন: