
আগামী রবিবার (৬ আগস্ট) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ পূর্বঘোষিত সমাবেশের অনুমোদন না পাওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান তিনি।
দলটির নায়েবে আমির বলেন, ‘এর প্রতিবাদে আগামী রবিবার (৬ আগস্ট) বাংলাদেশের সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
আপনার মূল্যবান মতামত দিন: