ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কোহলিদের কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩ ১৮:১৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩ ১৮:১৮

জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গতকাল শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ফ্লাওয়ারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাকে কতদিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, সেটা এখনও জানা যায়নি। জিম্বাবুয়ের এই কোচকে পেতে চেয়েছিল আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। কিন্তু তাদের সঙ্গে লড়াইয়ে জিতে যায় ব্যাঙ্গালোর।

ভারতীয় ক্রিকেটে গুঞ্জন আছে যে, ব্যাঙ্গালোরের সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকেও নাকি ‘মেন্টর’ হিসেবে ফিরিয়ে আনা হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: