
পাকিস্তান দল ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার কথা শোনা যাচ্ছিল। বিষয়টি পাকিস্তান সরকারের ওপর ছেড়ে দিয়েছিল পিসিবি। অবশেষে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে, ভারতের মাটিতে গিয়েই বিশ্বকাপ খেলবে বাবর আজমের দল।
আজ রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো অনুচিত, তাই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।
পাকিস্তান বিশ্বাস করে, ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রভাব কোনোমতেই যেন আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ওপরে না পড়ে। পাকিস্তানের এই সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন।
আপনার মূল্যবান মতামত দিন: