
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অধিনায়ক প্রশ্নগুলির আপাতত অবসান। সব ঠিকঠাক থাকলে বিশ্বকাপ ইতিহাসের সবফলতম দলটিকে এবারের বিশ্ব আসরে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্সই। তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেছে মার্নাস লাবুশেনের। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বর্ধিত স্কোয়াডে জায়গা পাননি এই ব্যাটসম্যান।
সবচেয়ে বড় চমক বলা যায় লাবুশেনের বাদ পড়া। ২০২০ সালের জানুয়ারিতে অভিষেক থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩৮ ওয়ানডের ৩০টিই খেলেছেন তিনি। খেলেছেন দেশের ৯ ওয়ানডের সবকটি। তবে ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও তা ধরে রাখতে পারেননি। প্রথম ৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি ফিফটি ছিল তার। কিন্তু সবশেষ ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় মোটে ২২.৩০, স্ট্রাইক রেট স্রেফ ৬৯.৮৭। এই বাজে ফর্মের খেসারত দিতে হলো তাকে।
আপনার মূল্যবান মতামত দিন: