ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রোমাঞ্চ ছড়িয়ে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩ ১৮:০৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩ ১৮:০৪

রোমাঞ্চ ছড়িয়ে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটের জয় তুলে নেয়  ক্যারিবিয়ানরা। এর সুবাদে সিরিজে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। 

টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দ্বীপরাষ্ট্রটি। নিকোলাস পুরানের ৪০ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ২ উইকেটের জয় পায় উইন্ডিজ ক্রিকেট দল। 

ভারতের পক্ষে হার্দিক পান্ডিয়া ৩ টি ও চাহাল ২ টি উইকেট শিকার করেন। 

এদিকে হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ম্যাচে গায়েনাতে আবার মুখোমুখি হবে দুই দল। 



আপনার মূল্যবান মতামত দিন: