ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হিরো আলমের অভিযোগ মিথ্যা দাবি রিজভীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩ ২২:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩ ২২:৩০

 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগে বিস্মিত হয়েছেন তিনি। রিজভী বলেন, ‘আমি তো তার পক্ষে ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কথা বলেছি। অভিযোগটিই মিথ্যা। 

রিজভী বলেন, ২০-২৪ দিন আগে রাজশাহীতে দলীয় একটি কর্মসূচিতে বলেছিলাম, হিরো আলমের মতো একটা নিরীই ছেলেকে আওয়ামী সন্ত্রাসীরা আঘাত করল। কেন? তিনি আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখন ওই বক্তব্যকে হঠাৎ ভিন্নভাবে রঙ দেওয়ার জন্য এ অভিযোগ আনা হয়েছে। উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই, আন্দোলন থেকে জনদৃষ্টি ফেরানো।



আপনার মূল্যবান মতামত দিন: