ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ ট্রফি এলো বাংলাদেশে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ১৮:৩৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ১৮:৩৯

আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে তিন দিনব্যাপী আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফির প্রদর্শনী হচ্ছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সকালে ট্রফি আনা হয় 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

এশিয়া কাপ এবং বিশ্বকাপ উপলক্ষে চলমান ক্যাম্পে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশন করেন।পাশাপাশি বিসিবির কর্মকর্তা-কর্মচারীরা ট্রফি দেখার সুযোগ পান এবং ফটোসেশনে অংশ নেন। এরপর ট্রফি আনা হয় স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে। সেখানে বিকেএসপির খুদে ক্রিকেটাররা দলবদ্ধভাবে ট্রফি প্রদর্শনীতে অংশ নেন। পরবর্তীতে সুযোগ পান গণমাধ্যমকর্মীরা।

আজ দুপুর ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলায় বিশ্বকাপ ট্রফি রাখা হবে। আগামীকাল ৯ আগস্ট বুধবার সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন। 



আপনার মূল্যবান মতামত দিন: