ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিরাজদিখানে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সেলাই মেশিন,চেক বিতরণ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ২৩:২৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ২৩:২৬

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন,চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৮ আগষ্ট বেলা ১১ টার দিকে উপজেলার প্রশাসন, মহিলা বিষয়ক কর্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মো: শরিফুল আলম তানভীর এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: গুল রাওশান ফিরদৌস এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় দুস্থ ও অবহেলিত প্রশিক্ষিত সাত জন মহিলাকে সেলাই মেশিন ও আই জি এ প্রকল্পের প্রশিক্ষণার্থী (১৮ তম ব্যাচ)এর ৫০ জন মহিলাকে ১২ হাজার টাকার চেক ও সনদ প্রদান করেন। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,জেলা পরিষদ নারী সদস্য হেলেনা ইয়াসমিন,কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম,মুক্তিযুদ্ধ কমান্ডার আঃমতিন হাওলাদার, প্রমুখ ।



আপনার মূল্যবান মতামত দিন: