ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নারী বিশ্বকাপের শেষ আটে জ্যামাইকা-ফ্রান্স

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ১৪:৫৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ১৪:৫৮

ক্যাটাালিনা উসমের একমাত্র গোলে জ্যামাইকাকে ১-০ ব্যবধানে  হারিয়ে নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। প্রথমবারের মতো কোয়ার্টারে টিকিট পাওয়া দলটি শেষ চারের আসন নিশ্চিতে মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

২০১৯ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়া দক্ষিণ আমেরিকান দলটি এবার শুরু থেকেই দারুণভাবে উজ্জীবিত ছিল। এরই ধারাবাহিকতায় স্বাগতিক অস্ট্রেলিয়া এবং বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা জার্মানিকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে কলম্বিয়া।

এই জয়ে আগামী শনিবার সিডনিতে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকান দল কলম্বিয়া।

দিনের অপর ম্যাচে মরক্কোকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।



আপনার মূল্যবান মতামত দিন: