ঢাকা | শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অধিনায়ক খোঁজার দায়িত্বে বিসিবি সভাপতি পাপন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ১৭:২০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ১৭:২০

কার্যকরী পরিষদের জরুরি সভা ডেকেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বৃষ্টিভেজা দিনে বোর্ড পরিচালকরা ছুটে আসেন সভায়। বিসিবি সভাপতির নেতৃত্বে ঘণ্টাখানেক সভা করেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করতে পারেননি।

বরং পরিচালকরা সবাই দায়িত্ব তুলে দেন বিসিবি সভাপতির কাঁধে। যেন নাজমুল হাসান পাপন একক ক্ষমতাবলে টাইগারদের অধিনায়ক নির্বাচন করবেন!

বিসিবি সভাপতি অধিনায়ক নির্বাচনে রেসে টিকে থাকা তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে কথা বলবেন। তাদের সঙ্গে আলোচনার পর নাজমুল তার সিদ্ধান্ত জানাবেন পরিচালকদের। এরপর ১২ আগস্টের মধ্যে টাইগারদের নতুন অধিনায়ক ও এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: