
দেশের আরও ১২ জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২২ হাজার পরিবারকে ঘর উপহার দেওয়ার মাধ্যমে বুধবার এসব জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে এসব জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৪১টি জেলার ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। এর ফলে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলার সংখ্যা দাঁড়াল ৩৩৪টিতে। এই ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা দাঁড়াল ২১টিতে।
আপনার মূল্যবান মতামত দিন: