ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শ্রীনগর উপজেলাকে ভুমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ২৩:৩০

এম এ কাইয়ুম মাইজভান্ডারী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩ ২৩:৩০

মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ২১টি পরিবারসহ মোট ১৫৮টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে শ্রীনগর উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর উপজেলা মিলনায়তনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন সরকার প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলার মধ্যে ৪র্থ পর্যায়ে(২য় ধাপে) বাঘড়া ইউনিয়নে ৫টি, কুকুটিয়া ১৪টি এবং হাসাড়া ইউনিয়নে ২টি মোট ২১টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। ইতিমধ্যে উপকারভোগী বাছাই করে তাদের কবুলিয়াত ও নামজারী সম্পন্ন হয়েছে। সেইসাথে তাদের দখলও বুঝিয়ে দেয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন আশ্রয়ণের বাসিন্দারা।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রট মোঃ আবু জাফর রিপন, উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল আউয়াল, উপজেলা আঃলীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন সরকার, ওসি(তদন্ত) পারভেজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা আঃলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: